menu

সিলেটে দু’দিনে

শতাধিক করোনা আক্রান্ত

সংবাদ :
  • প্রতিনিধি, সিলেট
  • ঢাকা , শনিবার, ২৩ মে ২০২০

সিলেটে গত দুই দিনে শতাধিক মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বুধবার মাত্র দুইদিনের ব্যবধানে ১০৪ জন বেড়ে সিলেট বিভাগের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে। যার মধ্যে সিলেট জেলায় ২৩৬ জন, সুনামগঞ্জ জেলায় ৮৮, হবিগঞ্জে ১৫৬ এবং মৌলভীবাজার জেলায় ছিলেন ৮৩ জন।

এই দুইদিনের মধ্যে বুধবার নতুন রোগী বেড়েছে ৪০ জন এবং গতকাল বৃহস্পতিবার নতুন রোগী বেড়েছে ৬৪ জন।

এদিকে, গতকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১১৪৯৪ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১০৩৫৮ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১১৩৬ জন। এরমধ্যে সিলেটে ৩০৬, সুনামগঞ্জে ৩৩৬, হবিগঞ্জে ১৫৫ ও মৌলভীবাজারে ৩৩৯ জন।

সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ১১ জনের প্রাণ। এরমধ্যে সিলেটে ৮, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।