menu

উপস্থাপক শফিউজ্জামান লোদির মৃত্যু

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , সোমবার, ১৯ এপ্রিল ২০২১
image

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক, সংগঠক এবং উপস্থাপক শফিউজ্জামান খান লোদী। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে গত চার দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে প্রাণোচ্ছল লোদী, পরিচিত ছিলেন সাংবাদিক, বাচসাসের সদস্য, উপস্থাপক, চলচ্চিত্র সংসদ কর্মী, বিশ্ব সাহিত্য কেন্দ্র’র অন্যতম প্রতিষ্ঠিতা সদস্য ও সংগঠক হিসেবে।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি’র উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন দীর্ঘ সময়। সেখানে আছে তার বন্ধু, স্বজন এবং শুভাকাক্সক্ষী।

পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হয়।