menu

ঈদ উপলক্ষে দেশের বাজারে অপো এফ১৯ প্রো এর নতুন সংস্করণ

  • ঢাকা , শনিবার, ০৮ মে ২০২১
image

ঈদে আপনজনের সঙ্গে মুহূর্তগুলো আরও আনন্দময় করতে অপো নিয়ে এসেছে জনপ্রিয় এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ। শাওয়াল মাসের চাঁদের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে ক্রিস্টাল সিলভার কালারের ফোনটি নিয়ে এসেছে অপো। এর রেনো গ্লো ইফেক্ট ফোনের পেছনে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ পড়তে দেয় না।

ফোনটির এআই কালার পোর্ট্রেট ভিডিও মোড এর সঙ্গে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। এটি মনোক্রমে ব্যাকগ্রাউন্ড প্রদর্শনের সময় ন্যাচারাল কালারে সাবজেক্ট ম্যাটার ঠিক রাখে। ব্যবহারকারী একইসঙ্গে ফোনটির রিয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন। পুরো ক্যামেরা দুই ভাগে ভাগ হয়ে একাংশে ফ্রন্ট এবং অন্য অংশে রিয়্যার ক্যামেরায় ভিডিও দেখা যাবে।

তাছাড়া অন্যান্য অপো ফোনের মতো এর রয়েছে শক্তিশালী ক্যামেরা সেগমেন্ট। আছে পুরো কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। ৪৩১০ এমএইচ ব্যাটারির এই ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক চার্জার। ৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন ১৭২ গ্রাম এবং পূরত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ।

মিডিয়া টেক হেলিও পি৯৫ প্রসেসর সম্পন্ন ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। কালারওএস ১১.১ ইউজার ইন্টারফেস সমর্থিত এফ১৯ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ২৮, ৯৯০ টাকা।

ঈদের ধামাকা অফার উপলক্ষে ফোনটি কিনলে ভাগ্যবান বিজয়ী গিজার মোটরবাইক, ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা ডাটা বান্ডেল অফার পেতে পারেন। ভাগ্য ভালো থাকলে আরেকটি এফ১৯ প্রো জেতারও সুযোগ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।