menu

গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
image

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল বিকেল ৪টা ২ মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর, ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ইশরাক হোসেন প্রমুখ।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টিকা নেয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। গণমাধ্যমকর্মীসহ বিপুল নেতাকর্মীদের অবস্থান থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয় বলে জানান শায়রুল কবির খান। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মী। টিকা দেয়ার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘ করোনার টিকা যেটা আজকে এভেইলেবল, সেটাই বিএনপি চেয়ারপারসন নিয়েছেন।’

ডা. জাহিদ বলেন, এখানে মডার্না দেয়া হচ্ছে, সেই টিকাই তিনি দিয়েছেন। ওনার সঙ্গে যারা কাজ করেন, সহায়তা করেন, এমন ৫ জনও আজ টিকা নিয়েছেন।’

৮ জুলাই করোনার টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন খালেদা জিয়া। এ সপ্তাহের শুরুতে ক্ষুদেবার্তা (এসএমএস) আসলে তিনি সোমবার এই টিকা গ্রহণ করেন। যদিও বিএনপি নেতৃবৃন্দ বাসা থেকেই টিকা নেয়ার দাবি করেছিলেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের বাসভবনে ফেরেন বেগম খালেদা জিয়া।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা খালেদা জিয়া মহামারী শুরুর পর গত বছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।