menu

চলচ্চিত্রে তামান্নার দুই যুগ

  • ঢাকা , মঙ্গলবার, ০৪ মে ২০২১
image

চিত্রনায়িকা তামান্না অভিনিত প্রথম চলচ্চিত্র ‘ভণ্ড’। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। সেই তামান্না বহুদিন ধরেই সুইডেন প্রবাসী। সর্বশেষ ২০১৩ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। এরমধ্যে তিনি গেলো বছরের ১৭ সেপ্টেম্বর তার মা তাহমিনা হুদা’কে হারিয়ে অনেকটাই একাকী হয়ে গেছেন বলে জানান তামান্না। এদিকে তিনি চলচ্চিত্রে পথচলার দুই যুগে পদার্পণ করেছেন মে মাসেই। ১৯৯৮ সালের মে মাসেই তামান্না অভিনীত ‘ভণ্ড’ সিনেমাটি মুক্তি পায়, যাতে তার বিপরীতে ছিলেন সেই সময়ের সুপারস্টার নায়ক রুবেল। ১৯৯৫ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি। টিভিতে প্রচারের পর ৯৭ সালেই সুইডেন থেকে আবার আসতে হয় আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমাতে অভিনয়ের জন্য। কিন্তু তামান্না তাতে অভিনয় না করে সাইফুল আজম কাশেমের ‘ত্যাজ্যপুত্র’ সিনেমার শুটিং শেষ করেন। এই সিনেমার নৃত্য পরিচালক ছিলেন ইমদাদুল হক খোকন, তারই মাধ্যমে ‘ভণ্ড’ সিনেমায় কাজ শুরু করেন একই বছরের ডিসেম্বর মাসে। মুক্তি পায় ৯৮’র মে মাসে। এরপর তামান্না’কে ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’সহ সর্বশেষ ২০১৩ সালে মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্যরে’ সিনেমায় অভিনয়ে দেখা যায়। সিনেমায় অভিনয় এবং ব্যক্তি জীবন নিয়ে মুঠোফোনে সুইডেন থেকে তামান্না বলেন, ‘ভণ্ড যখন হিট হলো তখন কিছু ভুলের কারণে আমি আমার মতো করে এগিয়ে যেতে পারিনি।