menu

দুই জেলায় করোনা নতুন শনাক্ত ১১৮

  • ঢাকা , মঙ্গলবার, ০৪ মে ২০২১

রাজশাহীতে ৬৮

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৬৯ জন। গত রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক জানান, ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় কোন করোনা রোগীর মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত মোট ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া এ পর্যন্ত বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৮৬৯ জন। এদের মধ্যে ২৮ হাজার তিনজন সুস্থ হয়েছেন। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬০৭ জন কোভিড-১৯ রোগী।

কক্সবাজারে ৫০

জসিম সিদ্দিকী, কক্সবাজার

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৬ জনের। এছাড়াও ৮ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। সব মিলিয়ে কক্সবাজার জেলাতে সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৩৪০ জনের। ২৪ ঘন্টায় পজিটিভিটি রেইট ১০.৬৫% এবং সুস্থ হয়েছেন ৬৭৮৪ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৯৮ জন। এই পর্যন্ত সুস্থ হওয়ার হার ৮১.৩৪% এবং মৃত্যুহার ১.১৭%। হোম আইসোলেশনে আছেন ১১৮৮ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২২৬ জন।