জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে, মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য রয়েছে। সেখানে ভাস্কর্য নির্মাণ ইসলামবিরোধী না হলে আমাদের দেশে কেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী সব কিছু ‘হ্যান্ডেল’ করছেন। আমরা সরকারে আছি, আমাদের হুট করে মাথা গরম করলে চলবে না। প্রধানমন্ত্রী যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন, সেভাবে সাহসিকতার সঙ্গে সব কিছু তিনি মোকাবিলা করবেন। গতকাল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও রিয়াজুল কবির কাওছার, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন। আজকে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর এই দিনে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন, যেটি আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলে নেই। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আশা করা যায় না।
আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা নিবেদন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সীমান্তে
লোকসানের কারণে বন্ধ হওয়া চিনিকলগুলো ফের চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি
মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণের কারণে পৃথিবীর মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বলে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্য মালির পথে রওনা হয়েছেন।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য
কোনভাবেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও
বাবা কে জানলেও স্বীকৃতি মেলেনি ছেলেটির। একে একে বয়স বেড়ে এখন নয়
ভুয়া এনআইডিতে ব্যাংক ঋণ
ভুয়া জাতীয় পরিচপত্র (এনআইডি) ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে একটি
বাদী ওয়ার্ড কাউন্সিলর
সিলেটে সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করায় স্থানীয় দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক,
নভেম্বরে সড়কে
গত নভেম্বর মাসে সারাদেশে ৪১৭টি সড়ক দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২
পাবনার সাঁথিয়ায়
আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতারা তার নিজস্ব লোকজন নিয়ে ডেলিগেট
ভরা মৌসুমে
গত দুই বছর পিয়াজের টানা অগ্নিমূল্যে যখন দেশের সাধারণ মানুষ সংসার খরচে
চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে
করোনা নিয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত যেভাবে দিকনির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন-আশা করছি করোনার দ্বিতীয়