menu

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
image

দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন এবং চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশন আগমী ৫ জুন মঙ্গলবার শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বর্তমান সরকারের এ মেয়াদে এটিই শেষ বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ৫ জুন বেলা ১১টায় দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের সময়সীমা নির্ধারিত হবে। বৃহস্পতিবার (০৭ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন। দেশের ইতিহাসে ৪৭তম এবং বর্তমান সরকারের পঞ্চম বাজেট এটি। বাজেট পেশের পর প্রথা অনুসারে শুক্রবার (০৮ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের ম?ধ্যে তা পাস হবে। উল্লেখ্য, দশম সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়।