menu

না’গঞ্জে

থানায় ঢুকে পুলিশ পেটালেন চেয়ারম্যান

সংবাদ :
  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০

থানার ভেতর ঢুকে পুলিশ কনস্টেবলকে পিটিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। এ ঘটনায় আটক হন তিনি। তাৎক্ষণিক বক্তব্যে মামলার প্রস্তুতির কথাও জানান থানার ওসি। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরই সরকারদলীয় নেতাদের হস্তক্ষেপে মুচলেকায় ছাড় পান ফাতেমা মনির। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে থানায় আটক এক আসামিকে দেখতে আসেন ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। পরে আটক আসামিকে ছাড়িয়ে নিয়ে যেতে চান তিনি। এতে বাধা দিলে থানা হাজতের দায়িত্বে থাকা কনস্টেবল কুদ্দুস ও কামালকে মারধর ও লাঞ্চিত করেন ফাতেমা মনির। এ ঘটনায় তাকে আটক করা হয়।

ঘটনার কিছুক্ষণ পরই থানায় ছুটে আসেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজমসহ সরকারদলীয় বেশ কয়েকজন নেতা। পরে তাদের জিম্মায় মুচলেকা দিয়ে ছাড়া পান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।

থানার ভেতর পুলিশকে পিটিয়েও জনপ্রতিনিধির ছাড় পাওয়ার ঘটনাটি বিভিন্ন মহলে বেশ সমালোচিত হয়েছে। অনেকেই বলছেন, থানার ভেতর পুলিশ সদস্যকে পিটিয়েও ছাড় পাওয়ার এমন ঘটনা খারাপ দৃষ্টান্ত হয়ে রইলো।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, আসলে মারধর নয়। আমার পুলিশ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার এবং উচ্ছৃঙ্খল আচরণ করেছিলেন তিনি। এ ঘটনায় তাকে আটক করা হয়। তিনি একজন জনপ্রতিনিধি আবার নারী। সেসব বিবেচনা করে আওয়ামী লীগ নেতাদের জিম্মা ও মুচলেকায় তাকে ছাড়া হয়েছে।