menu

ঢাকা ফোক ফেস্ট ১৪ নভেম্বর থেকে

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
image

লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলন -সংবাদ

পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। আগামী ১৪ নভেম্বর শুরু হবে তিনদিনব্যাপী এই আসর। রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমকালো এই উৎসবের পর্দা নামবে ১৬ নভেম্বর।

গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

অঞ্জন চৌধুরী বলেন, পঞ্চমবারের মতো আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের আয়োজন করতে যাচ্ছি। এ বছর উৎসব বসবে ১৪-১৬ নভেম্বর। প্রতিবারের মতো এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নানা দেশ থেকে লোকগানের জনপ্রিয় শিল্পীরা এই উৎসবে অংশ নেন। ২০১৮ সালে ১৫-১৭ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়।