menu

নারী নির্যাতন রোধে

গণপ্রতিরোধ গড়ার আহ্বান মহিলা পরিষদের

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮
image

গতকাল রাজধানীতে মহিলা পরিষদের মানববন্ধন -সংবাদ

নারী নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়নের প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর শূন্য সহিষ্ণুতা নীতিগ্রহণের পাশাপাশি পরিবার, সমাজের সকলকে এগিয়ে এসে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়নের প্রতিরোধে এক মানববন্ধন কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়। ‘ধর্ষণ ও যৌন হয়রানি মানবতার বিরুদ্ধে অপরাধ’ সেøাগানকে সামনে রেখে মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সভাপতি ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, রোকেয়া সম্পাদক নাসরিন মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, পরিচালক লিগ্যাল অ্যাডভোকেসি অ্যাড. মাকছুদা আক্তার লাইলী, অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক জনা গোস্বামী প্রমুখ বক্তব্য দেন।

আয়শা খানম বলেন, নারী নির্যাতনের চিত্র, নারীর প্রতি সহিংসতার চিত্র ভয়াবহ। যানবাহন, কর্মক্ষেত্রে, পরিবারে নারীরা সহিংসতার শিকার হচ্ছে। মালেকা বানু বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি থাকা সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। তিনি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা নীতিগ্রহণের আহ্বান জানান সকলের প্রতি। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু প্রতিরোধ নয়, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ধরনের ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে এজন্য এগিয়ে আসতে হবে। পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে।