menu

কবি হায়াৎ সাইফের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , বুধবার, ১৫ মে ২০১৯
image

কবি হায়াৎ সাইফ অত্যন্ত নিভৃতচারী ব্যক্তি ছিলেন। পাঠকও লেখক হিসেবে ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। আমরা সেই মানুষকে হারালাম। সদ্য প্রয়াত কবি হায়াৎ সাইফের প্রতি গতকাল শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এমন কথাই বলেন বিশিষ্টজনরা। বাংলা একাডেমির পর কবির মরদেহ গুলশান আজাদ মসজিদে আনা হয়। সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, রামেন্দু মজুমদারসহ একাডেমির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে কবি নজরুল ইনস্টিটিউট ও জাতীয় কবিতা পরিষদ।