menu

আজ থেকে অনলাইনে ‘ফাগুন হাওয়া’

    সংবাদ :
  • সাংস্কৃতিক বার্তা পরিবেশক
  • ঢাকা , শুক্রবার, ১৫ মার্চ ২০১৯

ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ আজ থেকে দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘আইফ্লিক্সে’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তির পর আইফ্লিক্সের সঙ্গে চুক্তি হলো। গতকাল চ্যানেল আইয়ের রুফটপ বারান্দায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই-এর পরিচালক, বার্তা প্রধান শাইখ সিরাজ এবং ‘ফাগুন হাওয়ায়’-এর নির্মাতা তৌকীর আহমেদ। আইফ্লিক্সের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া এবং আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ফাগুন হাওয়ায়’-এর জুটি তিশা ও সিয়াম এবং ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম) ও চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন।