menu

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা নৌ-শ্রমিকদের

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২০

শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে আগামী ১৯ অক্টোবর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মরিবতি পালনের ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। তাদের দাবিগুলো হলো- নৌযান শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় শ্রমিকদের মৃত্যু হলে পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবি জানান নৌযান শ্রমিকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. শাহ আলম বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গত দুই বছর যাবত শ্রমিকদের দাবিগুলো নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের ধর্মঘট দেশব্যাপী চলবে। ধর্মঘটে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।