menu

মেয়েদের সাইক্লিং শেখাচ্ছে ‘জোবাইক’

  • ঢাকা , শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
image

মেয়েদের সাইকেল চালানো শেখাতে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষায়িত কর্মসূচি পালন করছে দেশের প্রথম অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘জোবাইক’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার জোবাইকের কর্মসূচির আওতায় শতাধিক শিক্ষার্থীকে সাইকেল চালানো শেখায় সহপাঠীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিটি অব্যাহত থাকবে বলে জানান জোবাইক কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এবারের আন্তর্জাতিক নারীদিবসের প্রতিপাদ্য বিষয় ‘ভালোর জন্য ভারসাম্য’ শিরোনামটি সাইকেল চালানোর সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। জোবাইকের প্রধান নির্বাহী মেহেদী রেজা বলেন, সাইকেল আমাদের ভারসম্য রক্ষা করা শেখায়। জোবাইক বিশ্বাস করে ভারসম্য বজায় রেখে সমাজের জন্য অবদান রাখা সম্ভব। তিনি বলেন, “উন্নত দেশগুলোতে ইতোমধ্যে এ ধরনের বাইসাইকেল শেয়ারিং সেবা অনেক জনপ্রিয় এবং দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে এই ধরনের সেবা আমরা বাংলাদেশে শুরু করতে পেরেছি”। সংবাদ বিজ্ঞপ্তি।