menu

সমুদ্রে হারিয়ে যাবে বিশ্ব!

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
image

বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির জেরে বিশ্ব ধ্বংস হয়ে যাবে বলে অনেক আগে থেকেই সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সেই সতর্কতার সঙ্গে এবার একমত পোষণ করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, সমুদ্রে হারিয়ে যাবে গোটা বিশ্ব। সংস্থাটির বিজ্ঞানীরা বলেন, যেসব তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে তাতে নিশ্চিত বিশ্বে সমুদ্রের জলস্তর দ্রুত বাড়ছে। আর আগামী ১০০ বছরের মধ্যেই সমুদ্রের জলস্তর অন্তত ১ মিটার বাড়বেই। আশঙ্কার কথা এই যে, বিশ্ব উষ্ণায়নের জেরে যে হারে সমুদ্রের জলস্তর বাড়ার কথা ছিল, তার চেয়ে অনেক দ্রুত হারে বাড়ছে। এটা কোনভাবেই আটকানো কিংবা বাধা দেয়া সম্ভব নয়। ডুবে যাবে প্রশান্ত ও ভারত মহাসাগরের অসংখ্যা দ্বীপ। সমুদ্র উপকূলবর্তী হাজারও শহর। হয়ত অস্তিত্বই থাকবে না ফ্লোরিডার মতো অনেক জনপদের। অচিরেই যার ফল ভুগতে হবে ১৫ কোটি মানুষকে। নাসার সমুদ্র জলস্তর নিয়ে গবেষণাকারী দলের প্রধান স্টিভ নেরেম জানান, ‘সাম্প্রতিক গবেষণায় যে তথ্য প্রমাণ হাতে এসেছে, তাতে আমরা নিশ্চিত ১০০ বছরের মধ্যে জলস্তর এক মিটার বাড়বেই। এর ফল ভুগতে হবে গোটা বিশ্ববাসীকে। সম্প্রতি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সমুদ্রের জলস্তর মাপা হয়েছে। তাতে দেখা গিয়েছে, জল যেমন বেড়েছে সমুদ্রে তেমনই জলে ভাসমান বরফের পাহাড়ের উচ্চতাও বেড়েছে। নাসার এই নতুন ধরনের যন্ত্রের সাহায্যে পরীক্ষার ফল নির্দিষ্ট শুধু নয়, একেবারেই নির্ভুল বলে দাবি করছেন গবেষকরা। তারা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের জেরে সমুদ্রের জলের তাপমাত্রাও দ্রুত বাড়ছে। যার জেরে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বরফের স্তর শুধু উপরিভাগ থেকেই নয়, জলের নিচ থেকেও গলছে। বরফ গলায় ওজন কমার ফলে বরফের পাহাড় ভেসে উঠছে। বাড়ছে উচ্চতা। গবেষকরা বেশি চিন্তিত গ্রিনল্যান্ডের বরফের স্তর নিয়ে। কারণ, তথ্য বলছে গত এক দশকে প্রতিবছর গ্রিনল্যান্ডে ৩০৩ ?গিগাটন বরফ গলেছে। অ্যান্টার্কটিকায় গলেছে ১১০ গিগাটন। সমুদ্র বিশেষজ্ঞ জশ উইলস বলছেন, ‘আমরা যতটা ভেবেছিলাম গত কয়েক বছরে তার চেয়ে অনেক তাড়াতাড়ি বরফ গলেছে।

আমাদের ধারণা, আগামী ২০ বছরে আরও দ্রুত হারে বরফের স্তর গলবে’।