menu

মেলানিয়ার কিডনির টিউমার অপসারণ

সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • ঢাকা , বুধবার, ১৬ মে ২০১৮
image

মেলানিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কিডনি থেকে ক্যান্সার নয় একটি টিউমার অপসারণ করা হয়েছে। গত সোমবারের ওই অস্ত্রোপচারের পর থেকে তিনি ওয়াশিংটন ডিসির নিকটবর্তী ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে রয়েছেন। চলতি সপ্তাহের বাকি দিনগুলো সেখানেই থাকবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির দফতর। রয়টার্স।

এক বিবৃতিতে ফার্স্ট লেডির দফতরের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ‘কিডনির চিকিৎসার জন্য ৪৮ বছর বয়সী মিসেস ট্রাম্পকে এম্বোলাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রক্রিয়াটি সফল হয়েছে। কোন জটিলতা দেখা দেয়নি। সর্বক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছেন ফার্স্ট লেডি।’ অস্ত্রোপচার শেষে প্রেসিডেন্ট ট্রাম্প চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। পরে নিজের মেরিন ওয়ান হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড হাসপাতালে গিয়ে স্ত্রীকে দেখে আসেন ট্রাম্প। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমাদের মহান ফার্স্ট লেডি মেলানিয়াকে দেখতে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে যাচ্ছি। সফল প্রক্রিয়া, সে ভালো আছে। সব শুভাকাংক্ষীকে ধন্যবাদ!’ শরীরের অল্প একটু কেঁটে অস্ত্রোপচার করাই এম্বোলাইজেশন প্রক্রিয়া, যা প্রায়ই কোন টিউমারে অথবা শরীরের একটা অস্বাভাবিক টিস্যুর অংশে রক্ত সরবরাহ বন্ধ করতে ব্যবহার করা হয়। মেডস্টার জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলজিস্ট ড. কিথ কওয়ালচেক জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মনে হয়েছে, অ্যাঞ্জিওমাইওলাইফোমা নামে পরিচিত টিউমারের চিকিৎসা নিয়েছেন মেলানিয়া ট্রাম্প।