menu

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফিলিপাইনে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত এ মহামারীতে এক হাজার ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। বার্তা সংস্থা শিনহুয়া বরাতে এ তথ্য জানা যায়।

গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৬২২। সে হিসাবে চলতি বছরে এর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ফিলিপাইন স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো বলেন, ‘এ বছর ডেঙ্গুতে মৃত এক হাজার ২১ জনের মধ্যে বেশির ভাগই শিশু, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।’ দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা ২০১৮ সালের একই সময়ে ছিল এক লাখ ১৯ হাজার ২২৪। ডোমিংগো বলেন, সামনের মাসগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। কারণ, এবছর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে। গত বছর একই সময়ের তুলনায় রোগীর সংখ্যা ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় জরুরি ব্যবস্থা নেয়ার প্রয়োজনে গত ৬ আগস্ট ডেঙ্গুকে দেশজুড়ে ‘মহামারী’ ঘোষণা করে ফিলিপাইন সরকার।