করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থাগুলোর তথ্যানুযায়ীÑ ২৭ মে ১৪৮৪ জনের মৃত্যুর পর থেকে দৈনিক হিসাবে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছেন বলে জানা গেছে। রয়টার্স।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই মাসের মধ্যে এ সময়ে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার। টানা তিন সপ্তাহ ধরে কোভিড-১৯ জনিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে নতুন আক্রান্তের সংখ্যা সাপ্তাহিক হিসাবে জুনের পর সম্প্রতি প্রথমবারের মতো হ্রাস পেয়েছে। এ মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। সেখানকার হাসপাতালগুলোতে রোগীর স্থান সংকুলান হচ্ছে না। রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই অঙ্গরাজ্যগুলো অর্থনৈতিক কর্মকা- পুনরায় চালু করার উদ্যোগ নিয়েও পরে পিছিয়ে আসে। মার্চ ও এপ্রিলে ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল। অঙ্গরাজ্যের হিসাবে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসে, এখানে মারা গেছেন প্রায় ৪৩০০ জন।
সৌদি আরবে এই প্রথমবার হাজীদের নিরাপত্তায় নারী পুলিশ মোতায়েন করা হয়েছে মক্কা
সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে ফিলিস্তিনির পশ্চিম তীরের হেব্রন শহরে। মহামারীর সার্বিক পরিস্থিতি
মহামারীতে
কোভিড-১৯ মহামারীর প্রথম ৫ মাসেই বিশ্বের পর্যটন খাত ৩২ হাজার কোটি ডলার