menu

অবৈধ অভিবাসীদের ক্ষমার মেয়াদ বাড়াল আমিরাত

সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮

অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এসব অভিবাসীদের বৈধ হতে দ্বিতীয় দফা এ ক্ষমার সময় বাড়াল তারা।

আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, ৪৭তম জাতীয় দিবসের ‘উপহার’ হিসেবে অবৈধ অভিবাসীদের জন্য এ মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে সর্বমোট ৫ মাস সময় পাচ্ছেন তারা। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তে আপাতত হাফ ছেড়ে বেঁচেছেন দেশটিতে থাকা অবৈধ অভিবাসীরা। স্বস্তির পরিবেশ দেখা যায় দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও। এর আগে দেশটিতে থাকা বাংলাদেশি দূতাবাসের বাইরে পাসপোর্ট পাওয়ার আশায় অনিশ্চিত প্রহর গুনছিলেন প্রবাসীরা। দেশটিতে বৈধ হতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন অভিবাসীরা। গত ১ আগস্ট অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয় আমিরাত। সে সময় ৯০ দিন সময় দেয়া হয়। এরপর প্রথম পর্যায়ে এক মাস এবং দ্বিতীয় পর্যায়ে আরও এক মাস সময় বাড়ানো হলো।