menu

বঙ্গবন্ধু বেঁচে আছেন বাঙালির হৃদয়ে

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , রবিবার, ১১ আগস্ট ২০১৯
image

যথাযোগ্য মার্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল রাজধানীসহ সারাদেশে শোকের মাসের দশম দিন পালিত হয়েছে। আর মাত্র চার দিন পর ১৫ আগস্ট; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। পঁচাত্তরের ঐ কালরাতে স্বাধীনতাবিরোধী ঘাতক-দালালদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন বাঙালির স্বপ্নদ্রষ্টা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু। স্বাধীনতাবিরোধী অপশক্তি বাঙালি জাতির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। তবে বঙ্গবন্ধুর হত্যকারীরাই আজ বিলিন হয়ে গেছে। বঙ্গবন্ধু বেঁচে আছেন বাঙালির হৃদয়ে।

আগস্টের প্রথম দিন থেকে জাতি পুরো মাসকে পালন করছে শোকের মাস হিসেবে। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আওয়ামী লীগ, এর সহযোগী ও সমমনা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আলোচনা সভা, মিলাদ ও দোয়াসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। কেননা এটি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের শপথ নেয়ার মাস। এছাড়া যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সরকারিভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গোটা জাতি পালন করবে বাঙালির শোকাবহ এই দিনটি।