menu

পদ্মা সেতুর ৪১তম স্প্যান প্রস্তুত

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২০
image

পদ্মা সেতুর ৪১তম স্প্যান (ইস্পাতের কাঠামো) নির্মাণ শেষ হয়েছে। গত ১১ অক্টোবর সেতুর মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিয়ারে বসানো হয়েছে ৩২ নম্বর স্প্যান (ইস্পাতের কাঠানো)। এর মাধ্যমে সেতুর ৪ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু ৪২ পিয়ারে ৪১ স্প্যান বসানো হবে। বাকি আছে আর মাত্র ৯টি স্প্যান। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রকল্প সূত্র জানায়। এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের সংবাদকে বলেন, ইতোমধ্যে সেতুর সব স্প্যান নির্মাণ শেষ হয়েছে। পর্যায়ক্রমে এই বাকি স্প্যানগুলো বসানো হবে। গত ১১ অক্টোবর ৩২তম স্প্যান বসানো হয়েছে।

প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতুর ৪২ পিয়ারে ৪১টি স্প্যান বসানো হয়। ইতোমধ্যে ৩২ স্প্যান বসানো হয়েছে। বাকি রয়েছে ৯টি স্প্যান। যা বসবে ৮টি পিলারের ওপর, এগুলো হলো-১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে। যার মধ্যে প্রস্তুত আছে ৪টি ও ২টিতে রংয়ের কাজ চলছে। সেতুর ১ ও ২ নম্বর পিলারের ‘ওয়ান-এ’ স্প্যান, ২ ও ৩ নম্বর পিলারের ওপর ‘ওয়ান-বি’ স্প্যান, ৩ ও ৪ নম্বর পিলারের ওপর ‘ওয়ান-সি’ স্প্যান পুরোপুরি প্রস্তুত রয়েছে। ৩২তম স্প্যান বসানোর ১০ দিন পর ৩৩তম স্প্যান বসানোর কথা রয়েছে ৩ ও ৪ নম্বর পিয়ারে। আর এ পিয়ারগুলোর অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে। সর্বশেষ চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ এবং ২৬ নম্বর পিয়ারের (খুঁটির) ওপর বসানো সেতুর ৩১তম স্প্যান। ৩২ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হয়। তীব্র স্রোতের কারণেই প্রায় চার মাস সেতুতে কোন স্প্যান বসানো সম্ভব হয়নি।