পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট নিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশ ও চীনের বৈঠক ১৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, ত্রিপক্ষীয় এ বৈঠকে চাইনিজ প্রতিনিধি থাকবে, মায়ানমারের প্রতিনিধি থাকবে এবং আমাদের প্রতিনিধি থাকবে। গতকাল রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংগীত-শিক্ষণ প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, সচিব লেভেলের, ওদের (মায়ানমার) ডেপুটি মিনিস্টার লেভেল। আমরা আশা করছি, এটা খুবই ফলপ্রসূ হবে। আমরা এখনও আশায় বুক বেঁধে আছি। পররাষ্ট্রমন্ত্রী ক’দিন আগেও বলেছিলেন, আলোচনা চালিয়ে গেলেও মায়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না।
সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে এমন ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মিটিংয়ে কিছু প্রগ্রেস হয়েছিল। এখন তারা এমনিতে কোন উত্তর দেয় না। শোনে আর বলে পরে জানাবে। তখন তারা বলেছিল, বুকলেট তৈরি করবে রোহিঙ্গা ভাষায়, মায়ানমারের ভাষায়, তারা কিছু আগ্রহ দেখিয়েছিল। তারপর কোভিডের অজুহাতে, নির্বাচনের অজুহাতে মিটিংটা হয়নি।
ড. মোমেন বলেন, গত ৯ বা ১০ তারিখে (বৈঠকটি) হওয়ার কথা ছিল। তারা (মায়ানমার) ডেট দেয়, চাইনিজরা ওটা আয়োজন করে, আমরা রাজি হই। কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে দেয়। পেছানোর একটা বড় কারণ চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মায়ানমার সফরে আছেন। সে কারণে তারা বলেছিল, ওনার সঙ্গে আলোচনার পরে এটা হবে, ১৯ তারিখে হবে। আশা করি, কিছু ডেভেলপমেন্ট হবে। মায়ানমারের কাছে নতুন করে আরও দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা দেয়া প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। মোট সাড়ে আট লাখ রোহিঙ্গার তালিকা দেয়ার কথা তুলে ধরে তিনি বলেন, মায়ানমার কম সংখ্যককে ভেরিফাই করেছে। ওরা এমনিতে খুব ধীরগতির। ফাইনালি তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে, সাড়ে আট লাখের মধ্যে। ওখানে আন্তরিকতার বড় অভাব।
শনাক্ত করার ক্ষেত্রেও মায়ানমার গণ্ডগোল তৈরি করেছে অভিযোগ করে মন্ত্রী বলেন, আরেকটি অসুবিধা তাদের নিয়ে। তারা তালিকা করে নিয়ে যাওয়ার জন্য একজনের বাপ ও মেয়েকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু ওই লোকের স্ত্রীকে অন্য জায়গায় নেয়ার কথা বলে। তাহলে এ লোকগুলো যাবে কেন?
এক সপ্তাহ পরই দেশে আসছে করোনার টিকা (ভ্যাকসিন)। ৬৪ জেলায় একযোগে শুরু
বিভিন্ন স্থানে নিহত ৪
ঝিনাইদহে শৈলকুপায় গতকাল ট্রাক ও ইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৬ নির্মাণ
বিইআরসিতে গণশুনানি আজ
ভোক্তা পর্যায়ে সুলভ ও নিরাপদে এলপি গ্যাস পৌঁছানো নিশ্চিতকরণে ১৪ দফা সুপারিশ
শৈত্যপ্রবাহ
নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে
যথাসময়ে করোনার টিকা এনে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে অগ্রাধিকারের
যশোর পৌর আ’লীগ সম্পাদক
‘পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে’ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান
চসিক নির্বাচন : সংঘর্ষে নিহত ১
আ’লীগ কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী সমর্থকদের মধ্যে উত্তেজনা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় চট্টগ্রামের পাঠানটুলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
দোহাজারী-কক্সবাজার-ঘুনদুম রেলপথ প্রকল্প
কক্সবাজারে ঝিনুক রেলস্টেশনের ভিত্তিপ্রস্তর আজ
পর্যটন নগরী কক্সবাজারে প্রথম ১৮৯০ সালে রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছিল। যা