menu

ভালোবাসা দিবসে সিএমভি’র ‘স্বপ্ন ভেজা মেঘ’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • ঢাকা , সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
image

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘স্বপ্ন ভেজা মেঘ’ নামে একটি গানের ভিডিও প্রকাশ করেছে সিএমভি’র ইউটিউব চ্যানেল। গানে কণ্ঠ দিয়েছেন মিনার রহমান ও পূজা। স্নোহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সঙ্গীত করেছন রেজওয়ান শেখ। গানের ভিডিওতে মডেল হয়েছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে আরও আছেন অর্ণব অন্তু।

জানা গেছে, ‘ফার্স্ট লাভ’ নামের একটি নাটকের জন্য ভিডিওটি নির্মাণ করেছেন বি ইউ শুভ।

গান ও ভিডিওটি প্রসঙ্গে মিনার রহমান বললেন, ‘এর আগে ডুয়েট গান আমি খুব কমই করেছি। যতদূর মনে পড়ে কণা আপু আর ন্যানসি আপুর সঙ্গে দুটি গান গেয়েছি। এবার গাইলাম পূজার সঙ্গে। গানটি বেশ সুন্দর। ভালো কথা, ভালো সুর। আর ভিডিওটি দেখার পর আরও ভালো লাগলো। খুব গোছানো একটা কাজ হয়েছে।’

এদিকে পূজা বললেন, ‘মিনার ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমাদের শুরুটা ভালো একটা গান দিয়ে হলো। ভিডিওটাও শুভ ভাইয়া ভালো বানিয়েছেন। ভিডিওতে থাকা তিনজন মানুষই আমার খুব পছন্দের। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।’