menu

প্রতিবন্ধীদের জন্য নওশাবার পাপেট শো

  সংবাদ :
 • বিনোদন প্রতিবেদক
 • ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
image

আহমেদকাজী নওশাবার পুতুল নাচের দল ‘টুগেদার উই ক্যান’। এই দল নিয়ে তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চল নাটুয়ার পাড়ার একটি প্রতিবন্ধী স্কুলের গিয়েছিলেন। ১০ ফেব্রুয়ারি এই স্কুলের মঞ্চে উঠে নওশাবা ও তার দল কথা আর পুতুল নাচ দেখিয়ে উপস্থিত প্রতিবন্ধী শিক্ষার্থী ও চরাঞ্চলের হাজারো দর্শকদের মুগ্ধ করেন।

নওশাবা জানান, ‘নাটুয়ার পাড়ার স্থানীয় তরুণ জাহিদুল ইসলাম স্বপন গড়ে তুলেছেন প্রতিবন্ধীদের জন্য ‘যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’। প্রতিষ্ঠানটির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০ ফেব্রুয়ারি যোগ দেন নওশাবা ছাড়াও অভিনেতা অমিত সিনহা ও সংগীতশিল্পী ইমরান হোসেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে নওশাবা বলেন, ‘আমার জন্য অনেক আনন্দের ব্যাপার এটা। কারণ এই কাজগুলোর সঙ্গে নিজেকে জড়াতে পারলে আমি ভীষণ আনন্দ পাই। স্বপন ভাইয়ের এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’ এদিকে অভিনেতা ও চিকিৎসক অমিত সিনহা চরাঞ্চলে প্রতিবন্ধীদের সংখ্যা কমিয়ে আনা এবং তাদেরকে সম্পদে রূপান্তর করা নিয়ে কথা বলেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন ইমরান হোসেনপরে মঞ্চে ওঠেন ‘মধু হই হই’-খ্যাত সংগীতশিল্পী ইমরান হোসেন। তিনি প্রতিবন্ধীদের কয়েকজন শিক্ষার্থীদের মঞ্চে ডেকে তাদের কণ্ঠে গান শোনেন, কণ্ঠ মেলান নিজেও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুর ইসলাম স্বপন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী, ফেসবুকভিত্তিক নারীদের গ্রুপ ওমেন্স কর্নারের এক্সিকিউটিভ সেক্রেটারি ফারজানা আক্তার, এক্সট্রা পিআরের এক্সিকিউটিভ ডিরেক্টর জোবায়ের রুবেলসহ অনেকেই।

 • মিউজিক্যাল ফিল্ম ‘পাষাণ বন্ধু’

  newsimage

  ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি ড্রিম টাচ্ মিডিয়ার ব্যানারে প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘পাষাণ বন্ধু’। আরিফুল ইসলাম মামুনের

 • চীনে আটকে আছেন মিস্টার বিন

  newsimage

  করোনাভাইরাসে প্রতিদিন যেমন মৃত্যুর সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ। অনেক বিশ্লেষকই এটিকে ২০০২-০৩

 • একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘মূ’

  newsimage

  একুশে টেলিভিশনে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত চীনা ড্রামা সিরিজ ‘মূ’। ১০০ পর্বের এই সিরিজে

 • ‘এনকাউন্টার’-এর ফার্স্টলুক

  প্রকাশিত হলো শ্যামল মাওলা ও শিবা আলী খান অভিনীত সিনেমা ‘এনকাউন্টার’-এর ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে পেছন দিকে হাতকড়া

 • ভালোবাসা দিবসে বাংলাভিশনে আজকের নাটক

  আসন্ন ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বাংলাভিশনে থাকছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন। এই আয়োজনে

 • ফিরছেন শাহরুখ

  newsimage

  শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল জিরো সিনেমায়। কিন্তু বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি এই সিনেমা। এরপর থেকেই অভিনয় থেকে দূরে

 • বিজ্ঞাপনে মৌ খান

  newsimage

  ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের অভিনেত্রী মৌ খান। চলচ্চিত্রে অভিনয়ের