menu

নাটকের ‘তোমার জন্য অর্কিড ভালোবাসা’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
image

নির্মিত হলো নাটক ‘তোমার জন্য অর্কিড ভালোবাসা’। গত ১২ সেপ্টেম্বরে উল্টরায় এর শুটিং হয়। মাহাদি হাসান পিয়াল এর রচনা ও পরিচারনায় এই নাটকের শুটিং করতে গিয়ে ডান হাতের জ্যেষ্ঠ আঙ্গুলে চোট পায় ইরফান সাজ্জাদ। নাটকটিতে ইরফান এর বিপরীতে অভিনয় করছেন সায়মা সাইকা আলম। একটি হাসপাতালের দৃশ্য ধারণকালে, হাসপাতালের বিছানা সরানোর সময় ইরফান সাজ্জাদ এর জ্যেষ্ঠ আঙ্গুলে চাপা লাগে। তৎখনাত শুটিং বন্ধ করে ইরফান কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। লোহার বিছানায় চাপা লাগার দরুণ ইরফান এর জ্যেষ্ঠ আঙ্গুলের আংশিক চামড়া উঠে যায় এবং রক্তপাত হয়। ইরফান সাজ্জাদ সে অবস্থায় বাকি শুটিং শেষ করে। দ্শ্যটি ঐ দিনের শেষ দৃশ্য ছিল। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনে, আনন্দ খালেদ, লোবা, তুহিন হাসান, জি এম মাসুদ, জীবনসহ অনেকে। নাটকটি এমি এইচ পি এন্টারটেইনমেন্ট প্রযোজনা।