menu

জলপাইগুড়িতে আজ বটতলার ‘খনা’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • ঢাকা , শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
image

নাট্য সংগঠন বটতলার বহুল প্রশংসিত নাটক খনা। নতুন বছরে ভারতের জলপাইগুড়ি কলাকুশলী নাট্যোৎসবে মঞ্চায়ন হবে নাটকটি। ১১ জানুয়ারি উৎসবের উদ্বোধনী দিন জলপাইগুড়ির রবীন্দ্রভবন মঞ্চে এই মঞ্চায়ন হচ্ছে। নতুন বছরে ঢাকায় নাটকটির আরও দুটি প্রদর্শনী করেছে বটতলা। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এবং ৬ জানুয়ারি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়েছে। ভারত থেকে ফিরে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকায় নাটকটির আরো একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সামিনা লুৎফা নিত্রার লেখা ‘খনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সামিনা লুৎফা নিত্রা, ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, তৌফিক হাসান, শেউতি শাগুফতা, মিজানুর রহমান, সুমিত তেওয়ারি রানা, সাঈদ, পঙ্কজ মজুমদার, হিল্লোল, হুমায়ূন আজম রেওয়াজ, নাফিউল ইসলাম, ঝুমা।