menu

ঈদের দুই নাটকে ইশা

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
image

আগামী ঈদের দুইটি নাটকে অভিনয় করলেন ইশরাত জাহান ইশা। একটি নাটক অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে মিলন ভট্টাচার্য্যরে নির্দেশনায় ‘বউ এলার্জি’। নাটকটি রচনা করেছেন মানস পাল। নাটকটির গল্পে দেখা যাবে, বিয়ের পর স্বামী তার বউয়ের কাছে আসতে পারেনা। কী কারণে আসতে পারে না এই নিয়েই মূলত নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশরাত জাহান ইশা বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই নির্মাতা মিলন ভট্টাচার্য্য দাদাকে। কারণ তিনি আমাকে অনেক বড় একটি সুযোগ দিয়েছেন ভালো গল্পের একটি নাটকে কাজ করতে। নাটকে অভিনয়ের ক্ষেত্রে আনিসুর রহমান মিলন ভাইও আমাকে খুব সহযোগিতা করেছেন। সবমিলিয়ে বউ এলার্জি নাটকটি খুব ভালো হয়েছে যা দেখে দর্শক মজা পাবেন।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, মিলন ভট্টাচার্য্য, তাবাসসুম মিথিলা প্রমুখ। ইশা জানান আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এদিকে ইশা এরইমধ্যে আনিসুর রহমান মিলনের নির্দেশনায় শেষ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আব্বা উকিল ডাকবো’ এর কাজ। এটি আনিসুর রহমান মিলন নির্মিত প্রথম সাত পর্বের ঈদ টিভি সিরিজ। আগামী ঈদে এশিয়ান টিভিতে প্রচার হবে ইশা অভিনীত এই নাটকটি।