menu

ঈদের অনুষ্ঠান ‘একের ভেতর দুই’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • ঢাকা , বুধবার, ১৫ মে ২০১৯
image

আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘একের ভেতর দুই’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিকল্পনা, প্রযোজনা ও পরিচালনায় ২৫ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানটি তৈরি হয়েছে। যে সব সঙ্গীতশিল্পী গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে উপস্থাপনাও করেছেন তাদের নিয়েই মূলত এ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। ১২ মে রাজধানীর তেজগাঁওতে এনটিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী পুতুল, লিজা ও লুইপা। তাদের পাশাপাশি আরও দু’জন কণ্ঠশিল্পী অংশ নিয়েছেন। তারা হলেন বৃষ্টি ও প্রিয়াঙ্কা। পুতুল বলেন, ‘দীর্ঘ ১১ বছরে উপস্থাপনার অভিজ্ঞতা জমা হয়েছিল। একসঙ্গে উপস্থাপনা এবং গান, এ আঙ্গিকটি আমার কাছে ভালো লেগেছে।’ লিজা বলেন, ‘আমার উপস্থাপনার বিষয়টি অনেকেই যে অনুপ্রেরণা দেন সেটা সত্যিই অনেক ভালো লাগার। এ ধরনের অনুষ্ঠানে সবার সঙ্গে প্রথমবার বসেছিলাম।’ লুইপা বলেন, ‘একের ভেতর দুই অনেকটাই ভিন্নরকম মনে হয়েছে। আড্ডা দিয়ে এবং গান গেয়েও ভীষণ ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে আশা করছি।’ ‘একের ভেতর দুই’ অনুষ্ঠানটি আগামী ঈদের সপ্তম দিন বিকাল ৫টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।