menu

আসছে শবনম পারভীনের ‘হুরমতি’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • ঢাকা , শনিবার, ২০ জুলাই ২০১৯
image

অভিনেত্রী শবনম পারভীন তার নিজের গল্প ভাবনায় নিজেই নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘হুরমতি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম পারভীন নিজেই। এই সিনেমার জন্য সংলাপ লিখেছেন আল মঞ্জুর। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শবনম পারভীন। গল্পে গল্পে এই সিনেমায় তার বিপরীতে নবাগত ছয়জন নায়ককে দেখা যাবে বলে জানিয়েছেন শবনম পারভীন। তারা হচ্ছেন সমাপ্তি মাসুক, সনি রহমান, শ্রাবণ শাহ, নিলয়, অভি ও টুকু। গেলো বুধবার ‘হুরমতি’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ‘হুরমতি’ সিনেমা প্রসঙ্গে শবনম পারভীন বলেন, ‘একজন নারীর সংগ্রামী জীবনের গল্পই উঠে এসেছে হুরমতি সিনেমায়। এই সিনেমাতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকেই ভীষণ শ্রম দিয়েছেন। আমি বিশেষত কৃতজ্ঞ কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান আপার কাছে। কারণ তিনি এই সিনেমাতে কাজ করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। বিশেষদ ধন্যবাদ দিতে চাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকাপ আর্টিস্ট খলিল ভাইকেও। এই সিনেমার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাই সিনেমাটি দেখার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ রইলো।’ শবনম পারভীন জানান, আগামী কোরবানির ঈদের পর ‘হুরমতি’ মুক্তি দেয়া হবে। ১৯৮৩ সালে প্রথম ঢাকায় এসে শবনম পারভীন আসির উদ্দিনের নির্দেশনায় বৈশাখী নাট্যগোষ্ঠীর হয়ে ‘কুমারখালীর চর’ নাটকে প্রথম অভিনয় করেন। বিটিভিতে তিনি প্রথম আলাউদ্দিন আহমেদের প্রযোজনায় ‘একই গানের দুটি সুর’ নাটকে। প্যাকেজে তিনি নিজের প্রযোজনার বাইরে প্রথম অভিনয় করেন হুমায়ূন আহমেদ’র ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ নাটকে। তার প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমা এজে রানা পরিচালিত ‘মৃত্যুদন্ড’। সর্বশেষ তিনি তারিকুল ইসলামের নির্দেশনায় একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।