menu

২ জেলায় নতুন শনাক্ত ২২

  • ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২০

কিশোরগঞ্জে ১৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের দু’টি ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন ১৩ জনের করোনা ধরা পড়েছে। ভৈরবেই ১০ জন। জেলায় নতুন সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৬০টি নমুনার পরীক্ষার ফলাফলে নতুন ১২ জন এবং পুরনো দুই রোগীর নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৬৯টি নমুনা পরীক্ষায় নতুন একজনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নতুন ১৩ রোগির মধ্যে ভৈরবে ১০ জন, সদরে ২ জন এবং নিকলীতে একজন। সুস্থ হওয়া ১০ জনের মধ্যে ভৈরবে ৮ জন আর সদরে ২ জন। শুক্রবার জেলায় করোনায় চিকিৎসাধীন রোগী ছিলেন ৮৭ জন।

নবাবগঞ্জে ৯

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৭০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।