menu

সড়কে ঝরল ১ আহত ৬

সংবাদ :
  • প্রতিনিধি, সীতাকুন্ডু (চট্টগ্রাম)
  • ঢাকা , রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯

চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও ছয়জন। গতকাল শনিবার সকাল ৮টায় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ঘাটঘর এলাকায় মহাসড়কের পাশে দাড়ানো একটি স্কুল বাসের চাকা ঠিক করছিল হেলপার মো. হাসান (২৩)। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস স্কুল বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কায় স্কুল বাস ও মাইক্রোবাসটি মহাসড়কে ছিটকে পড়ে। এঘটনায় স্কুল বাসের হেলপার মোহাম্মদ হাসান গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। নিহত হাসান উপজেলার কুমিরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের পুত্র। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ফয়সাল (২৮), জিনিয়া সুলতানা (২০), হাসিনা বেগম (৪৫), মো: মোজাম্মেল হক (৬০), আবুল কাশেম (৫৮) ও শাহিদা খানম (৫০) আহত হন।