menu

সিলেটে ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী নিহতে মামলা

সংবাদ :
  • প্রতিনিধি, সিলেট
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সকালে নিহত সজিব আহমদের মা সালমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় গ্রেফতারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে (৪৮) প্রধান আসামি করা হয়। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচক গ্রামের মৃত মোজাহারের ছেলে। এছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। গতকাল দুপুরে গ্রেফতারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।