menu

সাংসদ মোস্তফার নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার

সংবাদ :
  • প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
  • ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান অন্যতম প্রধান মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের সঙ্গে দেখা করেছেন। গত মঙ্গলবার সকালে তার রহনপুর বিশ্বাসপাড়াস্থ বাস ভবনে জিয়াউর রহমান হঠাৎ হাজির হন। এ সময় বর্তমান সাংসদ মোস্তফা বিশ্বাস তাকে স্বাগত জানান। পরে জিয়াউর রহমান মতবিনিময় সভায় তাকে আমন্ত্রণ জানান। সাংসদ মোস্তফা নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রসঙ্গতঃ বর্তমান সাংসদ এবার মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার নেতাকর্মীরা জিয়াউর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে। মনোনয়ন প্রত্যাশীদের সকলের সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবে তিনি এ সাক্ষাত করেন বলে জানা গেছে।