menu

ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজছাত্র হত্যা

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
  • ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

ময়মনসিংহ নগরীতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয়েছেন শাওন ভট্টাচার্য (২১) নামে এক কলেজছাত্র। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোলপুকুরপাড় পূজামন্ডপে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শাওন ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে নগরীর নাটক ঘর লেন এলাকার শুভাশিস ভট্টাচার্যের ছেলে । কোতওয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নগরীর গোলপুকুর পাড় পূঁজা মন্ডপে মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রতিমা বিসর্জনের আগে নাচানাচির এক পর্যায়ে বন্ধুদের সাথে বাগবিতন্ডা হয় শাওনের। পরে শাওনকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, আনন্দ করার সময় একে অপরের সঙ্গে বাকবিতন্ডায় জরানোয় হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শেষে সার্বিক বিষয় সম্পর্কে জানা যাবে বলে জানান ওসি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হাসেন।