menu

মহেশপুরে ২ মাসেও খোঁজ মেলেনি ছাত্রের

সংবাদ :
  • প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
  • ঢাকা , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯

মহেশপুরে সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শাওন (১৪) গত ২ মাস ধরে নিখোঁজ হলেও আজও উদ্ধার হয়নি। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রুপদাহ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শাওন (১৪) গত ৮ জুলাই বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় শাওনের মা সোকিনা খাতুন গত ২০ আগষ্ট মহেশপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। মহেশপুর থানার এসআই নিবর জানায়, থানা থেকে বিষয়টি উপর মহলে এবং দেশের সকল থানায় প্রচারের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে। এখনও এ বিষয়ে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। শাওনের পরিবার জানায়, তারা গাজীপুর জেলার কুনাবাড়ী থানা এলাকা থেকে গত ১৫ আগষ্ট ০১৪০৩-৪২২৪৯১ নং মোবাইল থেকে শাওন ও মায়ের কথা হয়। পরবর্তীতে ঐ মোবাইল নম্বর থেকে একজন মহিলা কথা বলে। বর্তমানে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান জানান, স্কুল ছাত্রকে উদ্ধার করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।