menu

বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে অপমান : ছেলেকে মারধর

সংবাদ :
  • আজাদুল হক, বাগেরহাট
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকায় একজন মুক্তিযোদ্ধাকে রাস্তায় ফেলে চরম অপমান করেছে সন্ত্রাসিরা। এর প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার ছেলেকে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে বাগেরহাট -দেপাড়া সড়কের পশ্চিমভাগ উচুব্রীজ এলাকায়। আহত মুক্তিযোদ্ধা সন্তান শান্ত মল্লিক (২৪) কে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গোটাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ মল্লিক জানান, তিনি সকালে পশ্চিমভাগ উচু ব্রীজ এলাকার একটি দোকানের সামনে গেলে স্থানীয় ইউসুফ শেখের ছেলে রেজাউল শেখসহ ৩/৪জন সন্ত্রাসী উদ্দেশ্যমুলক তাকে অপমান করে। খবর পেয়ে তার ছেলে শান্ত মল্লিক আমার ছোট ভাইয়ের ছেলেকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসলে তাদের বেধড়ক মারপিট করা হয়।

পরে থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে আমরা একটি বিশেষ গোষ্টির দ্বারা প্রায়ই নির্যাতনের শিকার হচ্ছি। স্থানীয় এমপির কাছে বিষয়টি জানানো হয়েছে। মুক্তিযোদ্ধাকে অপমান ও তার ছেলেকে মারপিটের বিষয়ে জানতে চাইলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয় এবং শান্তকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পরিস্থিতি এখন শান্ত।

আর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।