menu

ফেনীর ফতেহপুর ওভারপাস উন্মুক্ত

সংবাদ :
  • প্রতিনিধি, ফেনী
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে অবশেষে খুলে দেয়া হলো নির্মাণাধীন ৪ লেন বিশিষ্ট ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের একাংশ। এর ফলে সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি অনেকটা কমেছে। গত মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে ওভারপাসের ঢাকামুখী অংশটি খুলে দেয়া হয়। পাশাপাশি চট্টগ্রামমুখী যানবাহনও ওভারপাসের নিচ দিয়ে যাতায়াত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী জুনের শেষে ওভারপাসটি সম্পূর্ণ খুলে দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন চিফ মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার, ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল মজিদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জাকারিয়া হোসেন, প্রকল্প পরিচালক লে. ক. মো. রোমিও নওরিন খান, নির্মাণ প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ। এর আগে মঙ্গলবার বিকেলের মধ্যে নির্মাণাধীন এ ওভারপাসের একাংশ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ফতেহপুর রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য ৮৬.৭৯ মিটার, এপ্রোচ রোডের দৈর্ঘ্য ৭৫৫ মিটার।