menu

ফেনীতে দুই দলের ৪ নেতাকর্মী ধৃত

সংবাদ :
  • প্রতিনিধি, ফেনী
  • ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮

ফেনী ও ঢাকায় তিনটি পৃথক অভিযানে ফেনী বিএনপি-ছাত্রদলের তিন নেতা ও এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম দুলালকে পিটিয়ে গত মঙ্গলবার পুলিশে সোপর্দ করেছে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। অপর গ্রেফতারকৃতরা হলেন, সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম (২৩), ফেনী সদরের বালিগাঁও ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আফছারুল কবির পাটোয়ারী (৩৫) এবং সোনাগাজীর যুবলীগ কর্মী নুরুল হুদা (২৫)। এরা প্রত্যেকেই একাধিক মামলার আসামী বলে জানা গেছে। গত সোম ও মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধৃত যুবলীগ কর্মী নুরুল হুদাকে একটি দেশীয় এক নলা বন্দুক ও দুই রাউন্ডসহ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছাত্রদল নেতা দুলালকে ধরে পিটুনির পর পুলিশে তুলে দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, দুলালের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।