menu

ফুলপুরে উৎসবের আমেজে ভোট

সংবাদ :
  • প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
  • ঢাকা , শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
image

জীবনের প্রথম ভোট দিলাম, খুব আনন্দ লাগছে। ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রিয়াদ তাফসিফ নিরব। গতকাল বৃহস্পতিবার ফুলপুর পৌরশহরে ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন দেখতে গেলে নিরব তার এ প্রতিক্রিয়া জানায়। এ সময় গেইট থেকে শুরু করে বিদ্যালয় জুড়ে ছিল নির্বাচনী উৎসবের আমেজ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই বিদ্যালয়ের ছাত্র। দায়িত্বশীলতার সাথে নির্বাচনীর দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। প্রতিটি বুথে ছাত্র-ছাত্রী ভোটাররা সারিবদ্ধভাবে সুশৃংখল ভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছে। প্রার্থীরাও ভোটারদের সাথে হাত মেলাচ্ছে বিনয়ের সাথে। সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচনের এ দৃশ্য ছিল যেন চোখে পড়ার মত। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার জানান, ৯ম শ্রেনীর ছাত্র নির্বাচন কমিশনার মোঃ সাইদ ইসতিয়াক সৌরভ ও ফাইজুল কবির জিসানকে নিয়ে পুরো নির্বাচন পরিচালনা করছেন তিনি। যথারিতি মনোনয়নপত্র জমা, প্রার্থী বাছাই, ভোটগ্রহন প্রক্রিয়া সব কিছুতেই নজর তাদের। ৮ম শ্রেনীর ছাত্রী তাসলিমা আন্জুম ফারিহা নামে এক প্রার্থী বলেন, এ নির্বাচনে প্রার্থী হতে পেরে সে গর্ববোধ করছে। ভালো ভোট হচ্ছে, ফল যাই হউক মেনে নিবে সে। ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন জানান, ২ হাজার ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৮ জন প্রতিনিধি নির্বাচন করবে। ভোট গ্রহণের জন্য ছাত্রদের মাঝ থেকে নির্বাচন কমিশন, ১৬ জন প্রিজাইডিং অফিসার ৩২ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদেরকে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য, ক্রিড়া ও সাংস্কৃতিক, সহপাঠ, পানিসম্পদ, বৃক্ষরোপন ও বাগান, অনুষ্টান, ও আইসিটি সম্পাদকের দায়িত্ব দেয়া হবে। তিনি বলেন শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা, শিক্ষকদের সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকা-ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্রীড়া, সংস্কৃতিসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতসহ নানা বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সম্পৃক্ত করতে এ নির্বাচন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, এ নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্নে আগামি প্রজন্মের মাঝে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। ফুলপুরের প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়েই স্টুডেন্টস কেবিনেট নির্বাচন হচ্ছে বলেও জানান তিনি।