menu

থানার কাছ থেকে ৮টি মেহগনি লোপাট

সংবাদ :
  • প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)
  • ঢাকা , রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
image

দশমিনা (পটুয়াখালী) : গাছ কেটে নেয়ার পর ঘটনাস্থলে পড়ে থাকা ডালপালা -সংবাদ

পটুয়াখালীর দশমিনা উপজেলার উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে দিবালোকে সরকারি মূল্যবান মেহগিনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা সদরে থানার মাত্র ৫০ গজের ৮টি মেহগিনি গাছ এক আওয়ামী লীগ নেতার নির্দেশে কেটে নিয়ে গেলেও কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। গত ২ দিন আগে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি।এলাকাবাসী জানায়, উপজেলা সদরের থানা রোড সংলগ্ন পাশের সড়কের ৮টি মেহগিনি গাছ বেতাগী-সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিনের নির্দেশে এই গাছ কর্তন করা হয়। উপজেলা বন বিভাগের বিট পিয়ন মো. শাহ আলম এই অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে আতাত করে এক আওয়ামী লীগ নেতা এই কান্ড ঘটায়। এদিকে গাছগুলো নিয়ে গেলেও স্বাক্ষী হিসেবে কর্তনকৃত গাছের গোড়ার অংশ রয়ে গেছে। গাছ কর্তনকারীরা গোড়ার অংশ সাক্ষী হিসেবে রয়ে ঘেছে।