menu

বরিশালে আ’লীগ

ছাত্রলীগ থেকে অব্যাহতি ২

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, বরিশাল
  • ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

অনুপ্রবেশকারীর তালিকায় নাম থাকায় বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত এক কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে এবং এক ছাত্রলীগ নেতাকে সভাপতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন বরিশাল সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুজ্জামান বাদশা এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ওরফে রাসেল মুন্সী। সম্প্রতি প্রকাশিত আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় এই দুজনের নাম ছিল।

বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে রাসেল মুন্সীকে ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে এর কোন কারন উল্লেখ করা হয়নি। বুধবার রাতে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিলর তৌহিদুজ্জামান বাদশাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, কাউন্সিলর বাদশা বেশ কয়েক বছর আগে সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণের সময়ে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। রাসেল মুন্সী নগরী সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। তার বড় বোন রেহেনা বেগম দুবার আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বরিশাল নগরীর একটি হাইস্কুলের কর্মরত শিক্ষিকা।