menu

চৌগাছায় মোটরসাইকেল ছিনতাইকালে আটক ৩

সংবাদ :
  • প্রতিনিধি, চৌগাছা (যশোর)
  • ঢাকা , বুধবার, ১৬ মে ২০১৮

যশোরের চৌগাছায় পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় এলাকাবাসীর সহায়তায় তিন যুবককে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে চৌগাছা-ব্যাঙদা ভায়া কাবিলপুর সড়কের মস্যমপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীরা হলো যশোর সদর উপজেলার ফরিদপুর বাজারপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আমিরুল ইসলাম (২৫), একইগ্রামের মুস্তাফিজুর রহমান দুলুর ছেলে মুশফিকুর রহমান (২৫) এবং ঝিকরগাছা উপজেলার বড়কুলি-কায়েমকোলা গ্রামের আমিনুর রহমানের ছেলে ইনজামামুল হক ইমন (২৪)। চৌগাছা থানায় বসে ভুক্তভোগী মো. সায়েম জানান সোমবার সন্ধায় চৌগাছার ডিভাইন গার্মেন্টস থেকে অফিস শেষে তিনি ও তার স্ত্রী লতা নতুন রোডমাস্টার একটি মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি শার্শা উপজেলার কাশিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা ব্যঙদা ভায়া কাবিলপুর সড়কের মস্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা তাদের থামতে বলেন। থামলে তাদের কাছে কাগজপত্র চায় ছিনতাইকারীরা। তারা শো-রুমের কাগজ বের করলে ছিনতাইকারীরা বলে কাগজ ঠিক নেই বলে একে অন্যকে বলে এই গাড়ি থানায় নাও। ছিনতাইকারীরা বয়সে ছোট এবং হ্যাংলা-পাতলা হওয়ায় তাদের সন্দেহ হয়।