menu

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

সংবাদ :
  • প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
  • ঢাকা , বুধবার, ১৫ মে ২০১৯

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে গত সোমবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো চাপতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া গ্রামের মুসা মৃধার ছেলে রুবেল মৃধা (২২), ওমর আলী মোল্লার পাড়া গ্রামের আরশাদ দেওয়ানের ছেলে রফিক দেওয়ান (২৩), আ. লতিফ খা’র ছেলে লাল খাঁ (২৬), সামছু মাস্টারের পাড়া গ্রামের কালাম চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (২২)। গোয়লন্দ ঘাট থানার এসআই ফরহাদ হোসেন জানান, সোমবার ভোর রাত ২ টার দিকে দৌলতদিয়া সেভহোম আম বাগানে ২০/২২ জন সস্বস্ত্র ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে সেখালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, আটককৃতরা মহাসড়কের দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাতি করা ছাড়াও বিভিন্ন স্থানে ডাকাতি সংগঠিত করে থাকত। পলাতক ডাকাত সদস্যদের গেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।