menu

খুলনাসহ ১৫ জেলায় চলছে ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
  • ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট শুরু করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য আ. রহিম ও মো. সাঈদের বিরুদ্ধে থানায় মামলা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা কর্মসূচি গ্রহণ করছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। এই ২৪ ঘণ্টা খুলনা নগরীর খালিশপুরের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

এই আন্দোলনের সঙ্গে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের আরও চারটি সংগঠন একাত্মতা প্রকাশ করেছে বলে তিনি জানান।

ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকছেদ আলী বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা ধর্মঘট করব। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘট পালন করা হবে।’