menu

কুয়াকাটায় যুবকের দেহ উদ্ধার

সংবাদ :
  • প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
  • ঢাকা , রবিবার, ১৪ এপ্রিল ২০১৯

পটুয়াখালীর কুয়াকাটার কচ্চপখালী গ্রামের হাবিব মোল্লার ছেলে রুবেল (২৪) হোসেনের এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। গত শুক্রবার সকালে কুয়াকাটায় তার নিজেস্ব মোটরসাইকেল গ্যারেজ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থনীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় পারিবারিক সমস্যার কারনে পিতা ও পুত্রের মধ্যে ঝগড়া হয় এবং রুবেল দোকানে রাত যাপন করে। সকালে তার ছোট ভাই দোকান খুলতে এসে রুবেলকে ঝুলান্ত অবস্থায় দেখে পার্শ্ববর্তী দোকানদারদের খবর দিলে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে। মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।