menu

কিশোরগঞ্জে ঝড় শিলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

সংবাদ :
  • প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
  • ঢাকা , বুধবার, ১৫ মে ২০১৯

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত রোববার রাতে ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে কাঁচা ঘরবাড়ি লিচু, আম, কাঁঠাল, পাকা আধাপাকা ধান, ভুট্টা ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ সরববাহ বন্ধ ছিল। জানা গেছে, রোববার রাতে নিতাই বাহাগিলী চাঁদখানা ও রনচন্ডী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে প্রায় ২ হাজার হেক্টর জমির পাকা ও আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। ৫০০ হেক্টর ভুট্টা ক্ষেত ও শতাধিক হেক্টর পাটক্ষেত সমুলে নষ্ঠ হয়েছে। এছাড়াও কাঁচাঘর বাড়ি আম, লিচু ও কাঁঠালের অসংখ্য গাছ উপড়ে গেছে। পানিয়ালপুকুর গ্রামে বিদ্যুতের ৩টি খুঁটি ভেঙে গিয়ে প্রায় ১৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সবববাহ বন্ধ ছিল। উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিজ নিজ কমান্ড এরিয়ায় পরির্দশনে আছে।