menu

কালীগঞ্জে সাংসদ চুমকিকে সংবর্ধনা

সংবাদ :
  • প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
  • ঢাকা , সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি এমপি। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফী মেহেদী হাসান, সদস্য মো. মাসুদুল আলম খান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভূঁইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শর্মিলা রোজারিও প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।