menu

কলারোয়ায় পান বরজের ক্ষতি

সংবাদ :
  • প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা )
  • ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে ধান ও পানের বরজসহ ফসলের ক্ষতি হয়েছে। ফলে কৃষক আর বরজ চাষিরা ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, বুলবুল’র এর প্রভাব কলারোয়ায় তেমন প্রকট না হলেও জয়নগর এলাকার বিভিন্ন ফসলি মাঠের ধান শুইয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু স্থানে পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে সেখানকার পানের বরজেও। জয়নগর ইউনিয়নের জয়নগর, ধানদিয়া ও কৃপরামপুর গ্রামের বেশ কয়েকজন পান চাষি জানিয়েছেন- বুলবুল’র আঘাতে তাদের পানের বরজের অনেক অংশ ভেঙে পড়েছে। এই মৌসুমে তারা পানের বরজে বিঘা প্রতি ১ লাখ টাকার মতো খরচ করেছেন। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পানের বরজের ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বেশ বেগ পেতে হবে।

এছাড়া কিছুটা হলেও নষ্ট হয়েছে শীতকালীন সবজি ক্ষেতও। সব মিলিয়ে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক ও সংশ্লিষ্টরা।