menu

কলাপাড়ায় ইয়াবা বাবা-ছেলে আটক

সংবাদ :
  • প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
  • ঢাকা , রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ার ৮৪০ পিস ইয়াবাসহ নবম শ্রেণীর ছাত্র মাহফুজ (১৪) ও তার বাবা আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গত শুক্রবার রাত পৌনে দশটায় মহিপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাহফুজকে প্রথমে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসায় অভিযান চালিয়ে তার স্কুল ব্যাগ থেকে আরও ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার বাবা আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে।